রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৫:৩৯ অপরাহ্ন
বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী নাছের আলী
নিজস্ব প্রতিবেদকঃ
বোয়ালখালীতে আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন প্রত্যাশাসহ এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি হাজী মোঃ নাছের আলী।
এরমধ্যে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে সমর্থনকারীদের প্রচার-প্রচারণা।
পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হাজী মোঃ নাছের আলী বলেন,এ এলাকার প্রতিটি বাড়ি আমার ভালো করে চেনা-জানা। পাশাপাশি এ এলাকার প্রতিটি সংকটও আমার চোখে দৃশ্যমান। এ ওয়ার্ডটি গুরুত্বপূর্ণ হলেও এখানের অধিবাসীরা অনেক ক্ষেত্রে তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত।বিভিন্ন ক্ষেত্রে তাদের জনদুর্ভোগ-দুর্দশা আমাকে ভাবিয়ে তুলেছে। এজন্য আমি এ ওয়ার্ডকে আধুনিক প্রযুক্তিনির্ভর মাদকমুক্ত পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে নির্বাচনে অংশ নিয়েছি। আমি ওয়ার্ডের জনগনের সেবক হতে চাই।
প্রিয়নেতা চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের নেতৃত্বে নির্দেশনা মোতাবেক এলাকাবাসির পাশে থেকে উন্নয়ন, আর্দশ, সন্ত্রাস মুক্ত, উন্নয়নের রোল মডেল হিসেবে পৌরসভার ৬নং ওয়ার্ডকে রুপ দিতে কাজ করে যাব ইনশাল্লাহ। তার জন্য তিনি সকলের দোয়া,সমর্থন ও সহযোগীতা কামনা করেন।
Leave a Reply