রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৭:০৫ অপরাহ্ন
বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে-মনছুর আলম পাপ্পী
নিজস্ব প্রতিবেদকঃ
বোয়ালখালীতে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এর নির্দেশে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন পৌরমেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনছুর আলম পাপ্পী।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম কধুরখীল পৌরসভা ১নং ওয়ার্ড কৈবত্য পাড়া অন্বেশণ ক্লাব, কৈকত্য পাড়া তরুন কল্যাণ সংঘ ও পশ্চিম গোমদন্ডী মানব কল্যাণ সংঘে পরিদর্শনে যান।
এ সময় তিনি মন্ডপে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজায় মোছলেম উদ্দিন আহমদ এমপি ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে পুজামন্ডপ পরিদর্শনে এসেছি। শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রিয় জন্মভূমিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আমরা প্রত্যাশা করি বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো ।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী সেচ্ছসেবকলীগে সহ-সভাপতি আবছার খান,বোয়ালখালী পৌরসভা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এস.এম মোর্শেদুল আলম জনি,দক্ষিণ জেলা ছাত্র লীগের বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক সেকান্দর নাঈম
,চরনদ্বীপ ইউনিয়ন যুবলীগ নেতা ববি,ছাত্র লীগ সংগঠক আহনাফ আলভি সাদাফ, আকিব,মোজাহিদ,জুয়েল,আরফাত,শাকিল,মহিউদ্দিন,সিজান,সানিয়াদ প্রমুখ।
উল্লেখ সার্বজনীন ৮৪টি পুজা মন্ডপে
মনোরম দুর্গা প্রতিমা স্থাপন, বিশালাকৃতির পুজামন্ডপ তৈরি ও প্রতিদিন ব্যাপক আয়োজনে প্রতিদিনই অসংখ্য ভক্ত ভীড় জমাচ্ছে পুজামন্ডপে মন্ডপে। দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে রবিবার সকাল থেকে চলছে পুজা অর্চনা ও অঞ্জলি প্রদান ও ধর্মীয় প্রার্থনা এবং পুতিপাঠ। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পেরে খুশি সকল পূর্ণাথীরা।
Leave a Reply